চেতনায় চৈতন্য প্রবেশের পূর্বে
সুরের সুরভিতে মধুর কলরবে
জাগিয়ে দিল কে আমায়?
পবনের আঙিনায় একটা অপূর্ব আনন্দ কোলাহল
ঊষার মুহুর্তে ধ্যানমগ্ন কাল তখন
বনফুল হয়ে ফুটেছি কি আমি সেথায় ।


মনের মন্দিরে সৃষ্টি তব ক্ষুদে ভালোবাসা
প্রেমের তরবারি হাতে নিভৃত করতে চায়
অনুভূতির দেওয়ালে ঝলসানো অংশগুলোতে
প্রলেপ লাগাতে চায়
শান্ত শীতলতায় সুমধুর কলতানে
একঝলক বৃষ্টি আসে করোটিকার গভীর খাদে।


আমি হীন নীরবতার ডুবে যায় মন
সরোবরের চারিদিকে বিকশিত লালপদ্ম
বাতাসে মিষ্টিমধুর সুরভি, বিশুদ্ধ পবন
সঞ্জীবনী সুধার কুঠুরিতে হিল্লোলে গমন
সজীবতার মহৌষধ সেবনে তৃপ্ত প্রাণ।


ভালোলাগার অন্তরঙ্গ মুহূর্তগুলো ক্ষণস্থায়ী
আদুরে মধুময় আনন্দক্ষণ স্বতঃস্ফূর্ত
জীবনের চমৎকার অর্থহীন আবেগ
ক্ষণিকের জন্য অমূল্য।