বড় ইচ্ছা প্রাপ্তির ও অনীহা আসে
অবহেলার অনাদর ডানায়
শুকায় নদীর কুল পল্লব  শুকায়
ঝরে পড়ে বয়সের বিরহ ব্যাথায়।


প্রমত্তা নদীর ঢেউ গতি কমায়
ইচ্ছার অবসাদ আকাঙ্খার
আকুল স্রোত ক্ষয়ে যায় জীবনের
অতিদূর পথধরে উড়ে যায় যে শঙ্খচিল
তার ডানা খসে সবুজের আবছা বৃক্ষ শাখায়।


ক্ষীণ হয়ে আসে যৌবনের ডানা
আবেগের মৃত্যু হয় রোজ
কথার মসৃণতা কমে
চোখের চাহনিতে আবেগের ভাটা আসে
ঝুলে পড়ে ঐশ্বর্যের অভিজাত সিঁড়ি।


মৃন্ময় মাধুরির  যাত্রা করে
হারানোর আবেগ ভরে
স্মৃতিময় বিধ্বস্ত অভিজ্ঞতায়
আমৃত্যু শরীরের মৃত্যু আসে রোজ
রুগ্ন নগ্নতা বাড়ে ঐশ্বর্য উদার
ক্ষয়ে যাওয়া স্বাদ কমে পাষাণ শরীরময়
সৌরভ হারায়।


প্রাপ্তির বাক্স ভরে
শোকের ছায়ায় কাদামাটি সারমেয় জীবনের
পাঠ চুকে আসন্ন নবীনের হাত বাড়ায়
মৃত্যুর শীতল ছায়ায়।


কোথায় হয়েছিল শুরু আধো আধো কথায়
কোথায় শেষ হবে আত্নীয়ের মধ্যে অনাত্মীয়
পোশাকে দীর্ঘ এ-ই বাস
ঐশী চিন্তায় সম্বল করে
সব না বলা কথার একদিন হবে অবসান।
ভালোবাসায় রেখে গেলে যা কিছু
রয়ে যাবে সব  মনের  অচিন গুহায়।