অযুত স্বপ্ন কুড়িয়ে এনেছি
কোন গগনের তারা  থেকে
ভালোবাসায় বন্দী আমি
কোন শেকলে বেঁধে রাখে
স্বাধীন ডানা উড়তে মানা
কে যে বলে নিরাকারে।


শরত শিশিরে শিউলি ঝরে
সুনীল আকাশ শ্বেত মেঘে ভরে
বকের সারি বাঁশবাগানে
কাশফুলের শুভ্র রঙে
ধেনু চরে মাঠের পানে
সবুজ ঘাসে পবন দোলে।


মনের মন্দির সেজেছে আজি
ফুলে ফুলে সবুজ পল্লবে
শঙ্খ বাজে মধুর সুরে
মোহন মুর্তি হৃদয়ের গভীরে
আপন ধ্যানে মগ্ন সেথা
চিনতে আমায় নাহি পারে।


কতদূরে যাই অলখ টানে
ধ্যানের ছবি চিনবো বলে
লুকিয়ে দূরে যায় সে আরও
পশ্চাতে ফেলে অচিন করে
বাহিরে সুন্দর ভিতরে আঁধার
আলো নাহি সেথায়  পড়ে।


জনম জনম খুঁজে ফিরি
কুসুম কমল হৃদয়ে ধরি
যোজন দূরে যাও চলে
বজ্র কঠিন মন করে
মধুর মিনতি করি আরতি
চিনে নাও দাও মুক্তির দ্যুতি।


অখিলপ্রিয় অলখবিহারী
পরাণে পরাণে কত মুর্তি ধরি
কাকে দাও পরশ অমৃত ভরি
কাকে দাও আবার বিরাজ বেশ
কাকে দাও বৈরাগ্য উজার করে
কাকে দাও আবার দুঃখ অশেষ।