ক্ষণিকের তরে এসেছো যবে
এত হাসি এত খুশি এত খেলা
মনের গভীরে কেন লুকাবে?
কি সুন্দর মনোহর ভূবন
মুগ্ধ নয়ন পুলকিত মন।


মুক্তা ছড়ানো মুখে রাশি রাশি
দাঁড়াও ক্ষণিক ফিরে চাও দেখি
জুড়াও এ মন বর্ষা বরষণে
ঝরেছ ফুল শিউলি বনে


.অন্তরে ফুটেছে কাশফল
বনবীথি মহুয়ার কি ভুল
জানিনা কেন অবুঝ মন দোলে
সুরের টানে হৃদয় হরে৷


এ  লগন ভালোবাসা বুঝে নেয়
এ লগন খেয়ালি আবেগ ভাসায়
মনের সাথে মনের  নকশি ফুল
রূপকের রূপসী মন খুলে কথা কয়।


মধুর হাসিতে দুঃখকে ভুলে যাও
আড়াল কথায় কষ্টকে ঘুচাও
আবেগ যমুনায় লাগাম লাগাও।