ভোরের শিউলি ফুলে  জেগে উঠেছে
তোমার চরণ চিহ্ন
কাশফুল এঁকেছে শরৎকাব্য শিশির মেখে নিয়েছে পূজোর গন্ধ।
আগমনী গানে জেগে উঠেছে ধরিত্রীর
আকাশ  বাতাস।
বিহঙ্গের কূজনে ভোরের  হাওয়ায়
ডাকের বাদ্য
সুন্দর সুশোভিত  নীলাকাশ ছায়াঘেরা
মায়াভরা পল্লীর ফসল মাঠ।


নিভৃত কাননে ও হাসে বনফুল দল
রূপের মঞ্জুরী খুলিয়া আছে
এসেছে সেথা মায়াবী ভ্রমর
এসেছে প্রজাপতি  রূপ মনোহর।


মনো শতদলে কমল পরাগ
ফুটিয়া আছে যেন অযুত বৎসর
কারো আশে ভালোবেসে
সোহাগ কোকনদ জুড়ে হৃদয়।


পুলকে পলকে সহসাই
নাচে নাচে এ মন
মধুর আবেশে  আনন্দ নিকেতন।