নয়নে নয়নে মিলিলে নয়ন
দুটি  হিয়ার অনুভব বচন
চুপিচুপি  এসে দোলা দেয়
মনের জানালা খুলে যায়
বুঝিনা কি বলিতে চায়
নরম চোখের কোমলতায়
মনের পাপড়ি মেলে ডানা
ফুল্ল আতরে প্রশান্তি বাড়ায়।


ভালোবাসি ভালোবাসায়
কাছে আসি কাছে আসায়
দূরে যাই দূর অবহেলায়
ঘৃনার করি মিথ্যা বলায়।


জীবন দহন প্রতি পলে
সুখানুভূতি অনুভব আঁচলে
দূঃখ তারে বেঁধে রাখি সদাই
তবু্ও সে ছুটে আসে পূর্ণবার।


এক জীবনে এতো মরুঝড়
এক জীবনে ভালোবাসা অপার
পারিনা রাখিতে বাঁধিয়া তারে
উড়িতে সদাই ছটপট করে।


বিরহ অনলে কাঁদিবে যদি
ভালোবাসায় কেন ভাসিবে না
এ-ই আঁখিতে সুখ দুঃখের অশ্রু
একই কপোলে ঝরে সদাই
একই মুখে ভালোবাসা কথন
একই মুখে দুঃখের কাহন।


নিশিদিন জপি কি অনুভব
মুখে বুকে তারই প্রভাব
চোখে তারই ছবি ফুটে
হৃদয়ে তারই আলপনা আঁকে।


বুঝিবার ভাষা হৃদয়ে ভাসে
যা খণ্ডিবার তা বিধাতা রচে
মানুষ পুতুল পুতুল মানুষ
যা করিবার স্রষ্টা করে।


মন কিছুতে বোঝেনা সে কথা
ভাবের জগতে সে সদাই একা
মনের টুঁটি কেমনে ধরিব
হৃদয় দুয়ারে কেমনে বাঁধিব।