ছায়াপথ ঘুরে আসে
সোনালী আকাঙ্ক্ষার ইচ্ছেগুলো
কত পথ হেঁটে আসি কত নীড় পেরিয়ে যাই
কত যুগল পাশাপাশি সমন্তরাল
আধুনিক আবেগ নিয়ে নিষ্পাপ
মনোহর কথা বুনে বিনে সুতায় সুন্দর
বুকের ঝড় খুঁজে খুশির চৌকাঠ।


রুপের সাগর খুলে বেলোয়ারী শাড়ীতে
মোহময় শশী উঠে ধরনীর বুকে
স্পর্শের হাত উঠে গভীর নিবিড়তায়
আরশীতে হাসি মুখ সৃষ্টি বিধাতার।


জেগে ওঠে সাইরেন
তোমাকে চায় কে তোমার বুকের ভিতর
আমার সহস্র বাস বাসা বাঁধে  অনুভূতির লাল গোলাপ
বৃষ্টি আসে বাদল ধারায় বন্য হই কিছুক্ষণ আদিমতায়
বাসনার বিলাস মেখে কদমাক্ত শিশির পদ্ম
ফুলের সুবাস ছড়ায় গোলাপি আভায়।


শিহরণ চূড়া ছুঁয়ে ঘুরে আসি
জান্নাতি হাওয়ায় ইচ্ছের মৃত্যু হয়
আবার জন্ম হয় ভুলে যাই বিষাদের ক্ষণগুলি
ফিরে আসি নবীন রুপে ভালোবাসার স্রোতধারায়
কতবার অচেনা হই যতনে ধিক্কার সাজাই  কত অশ্রুধারায়।


একদিন হবে লীন এদেহ এ মন
মিশে যাবে ভালোবাসা মাটির কনায়
সব হাসি মিশে রবে বাতাসের গায়
সেদিন ও খুঁজে নেবো ভালোবাসার কথাগুচ্ছ
অনুরাগের মঞ্জুরী শাখায়।


বিশ্বাসে ভালোবাসা নিশ্চিত নিশ্বাস
একদিন মুছে যাবে কল্পনার দীর্ঘশ্বাস
পৃথিবীতে জন্ম নেবে নব প্রেমের শ্বাস
অযুত আলোর ঝুরি খুলে দেবে
অন্তহীণ উদার আকাশ।