অনূভুতির বৃষ্টিধারায় অন্তর  যুগলে
শ্রাবণ নদী বয়ে যায়
হৃদয় ভূমে ফোটে
রক্ত কুমুদ ভীরু ভীরু পায়।


মান অভিমানে গড়ে খেলাঘর
আরতি আরাধনা  প্রেম বন্দনার
লক্ষ প্রদীপ জ্বলে সেথায়
ফোটে জান্নাতেরই ফুল
খুশি খুশি মন খুন শুঁটিতে মশগুল।


আকুল হিয়া ব্যাকুল প্রাণ
দুজন দুজনারে  দেখিতে চায় মন
নয়ন মিলিতে চায় নয়নে নয়নে
জানিতে চায় কে চায় কাহারে।


এতো কাছাকাছি তবু নয় পাশে
কুন্ডলী রেখা আহা টানা আছে
স্বর্গ হতে আসে যদি প্রেম
বিধির বিধান কি খণ্ডিতে পারে?


অযুত আবেগে কেন ভরে হৃদয়
সোহাগ জলে তৃষ্ণা কেন জুড়ায়
নিশিদিন বলি ভালোবাসি ভালোবাসি
ভালোবাসা শুধু কাঁদাতে চায়।