রঙিন স্বপ্নের লতাপাতা
আঁধার পেরিয়ে ছুটে চলে কামনার নদী জলে
দিঘল  ইন্দজাল আঁকড়ে ধরে মোহাবিষ্ট মহুয়ার বন্ধনে।
নেশাময় দিন খোলে না অন্তর আঁখি
অনন্ত ইচ্ছে গুলো যৌবনবতী জোয়ার জলে
তদ্রাচ্ছন্ন শরীর অসীম ক্ষুধার পেয়ালা হাতে
নিশ্চিতে দাঁড়িয়ে থাকে।


অসীম শক্তির কাছে তুচ্ছ পরাজিত
আত্মার করুণ কান্না মিনতি ভরা মুখ
পিপিলিকার স্বেচ্ছায় অগ্নি দহন রোধ কে বা করে
ঝলন্ত মশালের কাছে অকুতোভয় সমুদ্রের ঢেউ
স্বেচ্ছায় নির্বাসন সরল প্রাণ যতই হোক সে
নিষ্পাপ।


এমনই নির্বাসিত দিনগুলো কেটে গেছে
আরাধ্য আদরের হাতে স্ব-মহিমায়
স্বপ্ন ছুঁতে পারেনি দিগন্ত রেখা
গোধূলির গোলাপি আভায় ভরা আগুনের নদী
বহে গেছে পশ্চিমাকাশে
রবির অনন্ত যৌবন শুষে নিয়েছে সমুদ্রের নীল ঢেউ তরঙ্গ।


ভালোর মন্দ হয়না কে যে বলে
কত ভালো হলে তবে দিতে হবে না লেপে
আঁধারের কালিমা একেঁ মনের চোরাবালিতে
মনের নদী বয়ে চলবে প্রেমের সংগীতে ।


তৃষ্ণার জল এ প্রকৃতি সরোবর
নিমজ্জিত হতে চাই নিভৃতে
মধুর কাকলী ভরা এ প্রভাত
পূর্ণ হোক তোমারই প্রার্থনাতে।