মন সমুদ্রে কেন কান্নার ঝড়?
হৃদয় অনলে পোড়ে কেন শতবার?
মনের ভিতর লুকিয়ে আছে বর্ণচোরা রঙ
নীল বললে কমলা, কালো বললে সাদা
হলুদ বললে বেগুনি আর সবুজ বললে লাল।


মিষ্টি মোহর খুঁজতে গিয়ে
পেয়েছো কি হদিস তার ?
পাথর চাপায় অযুত অনুভূতি জখম হয়েছে বারবার
সাধু নয় সরল ভাবনায় মন  কেন করে উদার
কঠিনের চতুরতা খোলে নগ্ন নরকের দ্বার।


মৃন্ময়ী তুমি জানতে না এমনি করে হারতে হয়
পরাজয় আসে নিঃশব্দে আপন কর্মফলে  
যে তরঙ্গে তুমি ভেসেছিলে
সে তরঙ্গ স্বর্ণময় দিন শেষে
চলে যাবে ধূসর গোধূলি বেলায়।


অনেক নাটকীয়তার চমৎকারিত্বই নয়
ঝুড়ি ভর্তি বাহবা কুড়িয়ে অনেক উঁচু শিখর
বারুদমাখা ঢিবিতে প্রনয়নের পাখনা খুলে
গদ্য কিছু কথা হয় সময়ের আহলাদিপনায়।


স্বামী হারা সব নারীর বৈধব্য বৈধ নয়
রাজমুকুট মস্তকে উঠলে রাজা হওয়া না যায়
আবার মিথ্যা প্রণয়ে কারো মন পাওয়া না যায় ।
উপলব্ধির গভীরতা অনুভূতির সুক্ষ্ম প্রকাশ
ক্ষুদ্র  নয় তুচ্ছ নয় কোন অপরাধ
বোধন নয় বধ হয় দুষ্ট দূরাচার
সময় মিটিয়ে দেয় আক্ষেপ  সবার।