হৃদয়ের সরোবরে যদি তুমি হও আসীন
পবিত্র হবে এ মন
অন্তর বাগিচায় ছড়াবে সুরভী  
প্রাণে প্রাণে হবে মন্দির।
তুমি  আছো জ্ঞান সংগীত  বিদ্যা বুদ্ধিতে  মনোময়
হংসবাহিনী পদ্মলোচনা বীনাহাতে পুস্তকধারিনী শুভ্রকান্তা শ্বেতপদ্মে সুশোভিত  তটিনী ।
শ্বেতগন্ধে অনুলিপ্তা মুক্তাহারে বর্ণেশ্বরী অনন্ত সলিলে ফল্গুধারা তুমি ।


জ্ঞান সাগরের  অনন্ত পিপাসায়  
হাত বাড়িয়ে অমৃতের সন্ধান তুমি ই দাও
দাও মোরে প্রাণ,প্রাণ তরঙ্গে অমিয় রতন
চির ভাস্বর চির প্রফুল্ল হে অচঞ্চল।

কোমল পদতলে দাও মোরে স্থান
দূর করো অমানিশার প্রথম সকাল
মুর্তিময়ী বিদ্যারূপিনী সরস্বতী সারদা।


সুকুমার হস্তে করো আশিস
মনোগত অভিলাষের পূর্ণতরী ভেসে উঠুক
বর্ষিত হোক তব করুণা বারি হে শ্রেষ্ঠ নদী
তব করুণায় কল্লোল বিহীন।
শান্ত স্রোতস্বিনী শ্রেষ্ঠ মা
নদীর দেবতা, ব্রাহ্মী, জিহবাগ্রবাসিনী, বাগদেবী।


সর্বসিদ্ধি প্রদায়িনী সংশয়ছেদকারী ত্রি- দেবী
শতরুপা, মহাশ্বেতা বিরাজ আসাবারি
দ্বিভূজা জয়ন্তী শিবের কন্যা তুমি বৈদিক দেবী।


সৃষ্টি তব মাঘ মাসে বসন্ত পঞ্চমীতে শক্লাপক্ষে
প্রিয় তোমার পলাশফুল আমের মুকুল
অভ্রআবির  বেলপাতা  যবের শিস ফলমূল।


সদ্যমুকুলিত মাতৃস্নেহ সৌরভে চতূরভূজা
পঞ্চমস্তকধারী সরস্বতী
লহ অঞ্জলি লহ গাঁদাফুল
লহ দোয়াত কলম দাও বিদ্যুৎ জ্যোতি
খুলে দাও জ্ঞান চক্ষু  
আঁধার ঘুচাও দাও আলোর দ্যুতি।