শিশির শরাব মুক্তদানা ঝলমলিয়ে হাসে
জল নূপুরের ছন্দে ছন্দে রাঙা প্রভাত আসে।
শিমুল পলাশ ঠোঁট রাঙিয়ে ফাগুন গানে ভাসে
আমের মুকুলের মুহুর্মুহু গন্ধে কাজল ভ্রমর নাচে।


নব আনন্দে পায়রা উড়ে রূপালী আভার
হালকা আকাশী-নীলে
আনন্দেরই ঝর্ণাধারায় মনের ময়ুর নাচে
ফুল পাখিদের নীড়ে নীড়ে মধুর সুরভি ভাসে।
মধ্য গগনে মনের বাড়ি হাত ছানিতে ডাকে
শাদা মেঘের ভেলার উপর আমি হীন আমি
ছোপ ছোপ মেঘ মেঘের পাহাড় নীল সুমুদ্দুর
ছবির মতো একের পরে এক আসে।


একসারি প্রাণ ভাসছি মেঘে
চেনা অচেনা গান সুরে সুরে বাজে
সূদুর  অস্ট্রেলিয়া ব্রিসবেন বিমানবন্দরে
ল্যান্ড করলো যখন নেশাময় সময় ঘোর কাটে।


মনের কৈশোর ছুটছে
ছুটছি সবাই  কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি গন্তব্যে
অজানা সংস্কৃতি অজানা দেশ বুকের ভিতর
আমি ও আমার প্রিয় বাংলাদেশ।