বিশ্বস্ততার হাত ধরে ভালোলাগার হৃদযন্ত্রটা
একটু একটু করে হেঁটে যায় স্নেহ  ভালোবাসা
শ্রদ্ধার আঁকা বাঁকা পথ ধরে।


বয়স চাহিদার মাপকাঠিতে আন্তরিকতার
যে প্রেম তার রুপ বদলে যায়।
কখনো জৈবিক মানসিক আধ্যাত্মিকবোধ
এ রুপকে সাতরঙে রাঙিয়ে তোলে।


স্বপ্নগুলো শেকড়ের  আর্দ্রতায় দ্যুতিময়
জ্যোতিতে রশ্মি ছড়িয়ে দেয়।
ম্লান হয় ব্যর্থতার সর্পিল প্রাচীর
ককপিটে বসে সফলতার সিঁড়িময় পাহাড়।

এক জীবনের এ প্রেম সত্ত্বার গভীর থেকে
বের করে আনে অনন্ত সৌন্দর্য।
আর এ সৌন্দর্য পৃথিবীর রুপকে যাদুময় করে তোলে।
নেশার ঘোরে জীবন এক পার্থিব ছন্দময় নুপুর পড়ে
ভালোবাসার পবিত্রতাবোধ জোগান দেয়  এ রসদের।


হতবিহবল উপলব্ধি কখনো ছন্দ হারায়
আনন্দ হাসির রিনিঝিনি শব্দ শূন্যে মিলায়।
চোখের পর্দা তখন দৃষ্টির সীমারেখায় বৃত্ত
তৈরি করে।
শোকগ্রস্ত  জীবন ক্ষয়ে যায় সরু পরিখায়।
আর আমি তখন ও চেয়ে থাকি
স্বাদহীন পৃথিবীর কুয়াশা ঘোরে
খুঁজে ফিরি আমার টাইটেল বিহীন
অচ্ছুত ভালোবাসা।