অসম্ভবের সুখ স্বপ্নে
কোন একদিন নীলাকাশ
ছুঁতে চেয়েছিলাম গোধূলি বেলায়।


শাদা মেঘের তরল রুপোর তরঙ্গে
আনন্দের ঝর্ণাধারায় কল কল
ছলছল রবে চেয়েছিলাম হারাতে।


শ্রাবণ মেঘের উৎসবে নীপমালা লয়ে হাতে
পাহাড় নদী সাগর......
ঘুরে আসতে চেয়েছিলাম
বিহঙ্গের ই মুক্ত ডানায় নীল গগনের
সমুদ্রের ককপিটে।

সূর্য ডোবে অন্ধকারে
তরুরবাগে পাখি  ফেরে নীড়ে
দিগবিদিক ছুটে বেড়ায়
নীরব আঁধারে নয়ন নীড়ে।


নীড় হারা একলা আমি তখন
খুঁজে বেড়াই নীলাকাশ মেঘে মেঘে
পাখিদের কাকলি, সন্ধ্যাতারা
নির্বাক ধরনীর যন্ত্রণার জ্বালামুখ
প্রজাপতির ডানা,সবুজের সমারোহ
নদীর উত্তাল ঢেউ , দূরের সাম্পান খুঁজি তখন ও।


খুঁজে বেড়াই নারীত্বের প্রথম ফুল ফোটার
ভীরু অনুভূতি .....
সদ্য বিধবার বৈধব্যের দূঃসহ স্মৃতির হ্যাঙ্গার
শরবিদ্ধ কোয়েলের যন্ত্রণার ছটফটানি .....
পরাজয়ের গ্লানিময় মুখ।


আরাধনার সুমধুর সংকেতে
অনুতাপে আক্রান্ত ....
অতীত বোধ ছলকে উঠে
তৃষ্ণার্ত মন সাহারায় নিমগ্ন  হয়
উষ্ণ বালুর বুকে।