চাঁপাবনে ডাকছে কোকিল
কুহু কুহু  কণ্ঠে
জলতরঙ্গ খেলছে খেলা
সোনা রোদের সংগে।


প্রানখুলে হাসছে হাসি
হলুদ জবা ফুল গলাগলি করছে
সাথে সাদা বকফুল
গোলাপি আভায় পঞ্চমুখী
ঝুমকোলতার দুল সবুজ পাতায় লাল টুক টুক
লাল জবা ফুল।


মন ভুলানো সুরভীতে সাদা নিম ফুল
চাঁদের জ্যোৎস্নায় মিষ্টি আলাপন নিশিথে মশগুল।
ধান কাটতে ব্যস্ত কৃষক ক্ষেতভরা ধান
কৃষাণী ও সারাদিন করছে নানান কাজ
খামারে গরুর পাল  হাঁসের ডাকাডাকি
গোয়ালেও ঘুরছে ফ্যান উন্নয়নের ছবি।


বাগানে আম লিচু কাঁঠালের সারি
খাঁ খাঁ রোদ্দুরে ঝরছে সবের গুটি  
মাছ নেই পুকুরে  ঘের আছে ঢের
মায়াভরা  ছায়াঘেরা গ্রাম খানি বেশ।


রাস্তার দু'ধারে বাড়ি আর বাড়ি
মাঠ কম চাষ কম সততা ও কম
শ্রদ্ধা উবে গেছে সবাই মোড়ল সবার
হাতে আ্যনড্রয়েড ফোন সুশিক্ষা নাই।


সারাদিন বিনোদনের নেই কোন অভাব
অভাব মনুষ্যত্বের অভাব  সুস্থ বিনোদনের
চাইনা এমন পৃথিবী চাই না এমন দেশ
যেখানে প্রেম নেই শ্রদ্ধা নেই নেই ভালোবাসা।


চাই না অভিনয়ে ডুবে থেকে বেঁচে  থাকতে
চাইনা অথর্ব  হয়ে গড়ে উঠুক নুতন প্রজন্ম
চাইনা উন্নয়নের এমন মুকুট পড়তে
যেখানে মানুষ গুলো রোবট হবে
আর রোবট গুলো মানুষ।


ফিরে যেতে চাই সেই পুরাতনে
যেখানে মানুষ রূপে মানুষই থাকবে
অথবা  এমন ভবিষ্যৎ চাই যেখানে সকল
প্রযুক্তির মধ্যে  থেকে ও মানুষ যেন মানুষ থাকে।


স্নেহ মায়া মমতায় ঘেরা জীবন চাই
যৌনতাই মুখ্য নয়  সৃষ্টি যেন  হয় সুন্দরতম
জীবন অনর্থ নয় সুখময় মনোহর।