জীবনের অপচয়গুলো ডিলেট করা গেলে
মন্দ হতো না।
যে প্রেম করে সে বারবার প্রেমে পড়ে
এটাও একধরনের মাদকতা
দ্রাক্ষারস কিংবা  সিগারেটের চেয়ে কম না।


মানুষ কখনো শোধরায় না শুধু ভুলের ধরন
পাল্টায়।
প্রেম ও এক ধরনের অপচয় সময়ের জীবনের অর্থের
মানসিকতার।
ফুল ফোটে মলিনতায় ঝরে যায়
সব কিছুরই শুরুটা রঙিন কিছু  অপবাদে
নুতন পুরাতনে বিসর্জন মলিন।
মানুষ কখনো নিজের ভুল বুঝতে পারেনা
একই ভুল তাই নিশ্চিতে  বারবার করে।
নষ্ট হয়ে যাওয়ার পর পথ আর বদলাতে পারে না
অভ্যস্থ হয়ে যায়  নষ্টের সাথে।


মন্দ ভাগ্য বিধাতার দেওয়া নয়
নিজেরই কর্মফল ভাগ্যের দোষ দেওয়াটা
উঁচু মানসিকতার পরিচয় বহন করতে চায়।


যা হারিয়ে যায় সেটা আর ফিরে আসে না
নাম সৌন্দর্য মুগ্ধতা।
মন সবসময় দূরত্ব ঘোচাতে চায়না
কিছু দূরত্ব সম্পর্কে সহনীয় করে তোলে।


ঝড় তুফান ফসল ঘরবাড়ি নষ্ট করে
জীবন নষ্ট করে অসম প্রেম
নিজের জীবন কারো কাছে তুচ্ছ না হলে
কেউ আত্মহত্যা করে না
বেঁচে থেকে সংগ্রাম করাটাই জীবন।
ডিজিটাল যুগের ফ্যাশন আত্মহত্যা নয়।


বিশ্বাসঘাতক সবসময় চতুর হয়
কিন্তু আত্মায় শান্তি পায়না
কাউকে ঠকানো খুব সহজ
কিন্তু জিতিয়ে দেওয়া কঠিন।