হৃদয়  পিঞ্জরে  ফুটেছিল
যে ফুল আদর সোহাগের  ঝর্ণাধারায়
তারই বসন্ত আজ শ্রাবণ বর্ষায়।
  
শিকড়ের শোক আঁখির পাতায় অশ্রুর রজ্জুতে
অধরের পাপড়িতে গোলাপি আভায়
বুকের গভীরে রত্নাকরের ঝড়।
প্রেম পিয়াসী অবুঝ হৃদয় বোঝেনা
বোঝেনা সে কথা মাতৃহৃদয় আজ তোলপাড়?


হৃদয়ে হৃদয় মিশে  বাহিরে বৈরি বাতাস
দুজন দুজনার বেঁধে নেয়  এ এক অদ্ভূত টান
স্নেহ প্রেম সব আজ মিছে যা দিয়েছিল পিতামাতায়
দেহের কাছে মনের আবেগ তুচ্ছ সংকীর্ণ  সুতায়
শিক্ষা ও পিছিয়ে যায় প্রেমের কাছে
যুক্তি তর্ক অর্থ বৃত্ত ধনী গরিব কিছুই বোঝেনা
মন যেন চির পুরাতন মেতে উঠে আদিমতায়।


ইচ্ছে মৃত্যুর ডানায় মুছে যায় সব
শুধু হাত ধরে ভালোবাসা বেঁচে থাকে
সম্পর্কহীন আত্মীয়তায়।
বুক ভরে ক্ষতের গভীরতায়
উদ্দেশ্যহীন অনন্ত যাএায় আকাশ ছুয়ে যায়
বেদনার নীল খামে ছিলে তুমি নেই এখন
স্মৃতি এখন রূপকথার ডায়েরি লিখে সকাল বিকাল
মাঝে অশ্রু গড়ায় মমতার দোতারায়।