কি সুখ দিলে এ প্রাণে
মধুর স্বপন ভেলায় অন্তর মজে
আহা বাঁচিবার বুঝিনি এতো সুখ
দুঃখ ক্রোড়ে বধিব নির্বিবাদে
খুশির খুশবুতে দোলে নিঃসীম গগন
চৈতী চাঁদের  দুল কর্ণে
নীল নয়নে নীলাকাশ নীলাভ
নীল নীল মেঘ নীড়ে পাখি ফিরে।


নয়ন সন্মুখে বাসনার ভূষণ
অনুপম অধরে অনুরাগ জ্বলে
কামনার কমল কুসুমবাগে
ইচ্ছে গুলো সুতোয় বাঁধে ।


দিতে যদি এমনই ভূষণ
আদর দোলায়ে চোখে
মন তরঙ্গে দুলিত হৃদয়
অন্তর পরাগের মৌ মৌ গন্ধ
মাখিতাম দুজন মিলে
এ মধুর শয্যায় কাটাতাম অনন্ত দিন
মধুর যৌবন লাজে।


সুন্দর হে সুন্দর
হেরিতাম তবে হৃদয়ের বাগ
সৌরভ সুধায় তৃপ্ত অনুরাগে
জুড়াইত জীবন মন গন্ডুষ ভরিয়া করিতাম পান
একজীবনে ফুরাবে না এ স্বাদ
পেতে চাই তোমাকে জীবনের পরে যদি আবার জীবন থাকে ফুরাবে না এ তৃষ্ণা অতল অযুত সমুদ্রে।


নেবে কি আমায় দেবে কি রতন
দুহাত ভরে শূণ্য বুকে আশা ঘর বাঁধে
প্রশ্রয় আবেগের পূর্নতরী ঘাটে ভিড়ে
প্রাণ ফুরালে ইচ্ছে গুলো বাচিঁয়ে রাখি
কবিতার বর্ণমালায় প্রাণের সিন্দুকে।