আকাশ ভরা তারার রাতে
সোহাগ জড়ায়  চাঁদের  সাথে
কথা হবে  মিটিমিটি দুচোখে।
বাজবে জলনুপুর ঘাস ফুলের মালার সাথে
ধূলিকণার ক্লান্ত দূর শান্ত শীতল ছায়ার নীড়ে।


মনে পড়ে সেদিন প্রাণ বেঁধেছিলে এ প্রাণে
রঙ মেখেছিল মন ফাগুনের বন
পবন কেঁপেছিল ঝাউয়ের শাখায়
টিয়ে ডাকছিল শিমুলের ডালে।


গভীর নিশিথে বেজেছিল বাঁশি
দূর কদমের আবাস থেকে
প্রাণের তরঙ্গে উঠেছিল ঝড়
মনের অন্তরালে মহুয়া বনে।


এমনি আবেশে যে প্রেম
তারই জয়গান বসন্ত বসনে
সুন্দর ধরনীতে তারই মেলা
মনের ঘরে প্রকৃতির বৈভবে।