ক্ষুণ্ণ বিবেক লালসার মনুষ্যত্ব
খামছে ধরেছে জাতির বিবেক
ধোঁয়ার কুন্ডলী ঘুরে দেশ থেকে দেশান্তরে
মানবরূপী রক্তচোষা জলৌকার কালোছায়া
লেপ্টে আছে দেশের আনাচে-কানাচে।


সুনামের চাকা বারবার মুখ থুবড়ে পড়ছে
প্যাঁচানো যুক্তির দাপটে।
তবু্ও অর্থহীন সংলাপ
লোক দেখানো অন্বেষণ প্রচেষ্টা
এক সময় চলে যায় পর্দার আড়ালে
বৈরিতার ঘানিতে পিষে মরে
দুর্বলের লবনাক্ত কান্নার স্রোত।
  
স্পন্দিত হৃদপিণ্ডের নীরবতা
ভেঙে যায়  তিক্ত আস্বাদে।
ক্রোধের বিচ্ছুরণ অন্ধকারে
ঢেকে দেয় স্বাধীনতার স্বাদ।


এখনো আশা এখনো  ভরসা
এখনো বিশ্বাস  উঁকি মারে
কোথায় মহামারী মৃত্যুর তান্ডব
চৌর্যবৃত্তির চরিত্র কলঙ্কিত করে দেশকে।