💚💚💚
চলমান নিঃসঙ্গতার রেলগাড়ী গড়িয়ে যায়
রুগ্ন ব্যাকুলতায়।
কী দীর্ঘ চুম্বনের পথ
কোকিল ডেকে যায়  মধুরতায়
অথচ আশরীর বসন্তের স্মৃতিকুঞ্জ খোলেনি আঁখি।


বর্ষবরণে সাজেনি রহস্যরঙীন বৈশাখ
হালখাতা দেখেনি মিষ্টিভর্তি হাঁড়ির মুখ।
মনপ্রিয়তার রুপবদলে মেরুদূরে গ্যাছে প্রকৃতি।


বর্ণমালার যে অক্ষরে ষড়ঋতুর দোলনায় দোলে  আমার দেশের শরীর।
আঁধারিমার মুগ্ধতা এখন হেথা,
আর কোয়ারান্টাইনের বেভুল ঠিকানায় দর্শকরা রয়েছে  বিলাপরত।


প্রতিদিন  শোকের পালকে উড়ছে পতাকা
লাল সবুজ আর কালোর যন্ত্রনাকাতর চোখ নিয়ে
বাঁচার এক অদ্ভুত লড়াইয়ে কাঁদছে প্রাণ
কাঁপছে দেশ।


প্রিয় দেশ আমার প্রিয় জন্মভূমি
আবার ফিরে পেতে চাই অতীত সম্ভারের
সেই চিরচেনা রুপে,ব্যস্ত শহরের
ব্যস্ত কর্ম চঞ্চলতায়।🌼🌼🌼