সরল আত্মসমর্পণ
অভিলাষ মুখর সহিষ্ণু দিনে
স্বাগত স্বপ্নীল মোহন্ত বেলা।

প্রিয় অনুভব সোনালী রোদ্দুর
হৃদয়ের অভাবিত স্বর্নছায়া
মন্থন করি  তোমার জলজ সপ্তবর্ণা
লতানো আঙ্গুল কম্পিত তনুমঞ্জুরি
বিবশ মনে হালকা দোলা।
আমার আমারে হৃদয়ে গাঁথি
তোমার সহজ বর্ণমালায়।


নৈশঃব্দর ধাঁধাঁ সন্ধায়
আমার হৃদয়ের মৃদু বাঁকে
জানালার ফাঁক গলে চলে দুঃখ শয্যা
স্বপ্ন হাসে  স্বপ্ন কাঁদে অবিরাম
কথার স্রোত ভাসে উদাসী তরল হাওয়া।


অশিল্প উষ্ণতায় অভিশাপময়তা
ক্লান্ত দিন নিন্দ্রারত রাত
সৃষ্টিজনিত ক্লান্তি হিংস্র বিশ্রাম
সহস্র চুম্বনের নগ্ন প্রেম
বধিরতম পৃথিবী বুকে সন্দেহ আর জ্বালা।


চক্ষু খুলে ঝুলে থাকে
পরিত্যক্ত যৌবন ধূসর প্রেম কাহিনি
ঐশ্বর্য্যের মনোরম কিছু ছবি।


ঢিম লয়ের সংগীত
মৃত্যুর দীর্ঘ পথ
প্রিয়তম, স্বাগত বিষাদ
গ্রাস করে ভোরের সূর্যোদয়
পেলব কল্পনার রঙ মুছে যায় ।