দুঃস্বপ্নের অনেক প্রহর
কেটে গ্যাছে
আলো আঁধারির খেলা
এখনো রয়েছে  বাকী।


সন্ধ্যার হাতধরে গোধূলি
বিলীন হয় যামিনী জঠরে।
তিমির ধরে হাত উসষীর
সুরভিত পবন আর নিঃসীম
নীলা আকাশে রবি হাসে।


মানব হৃদয়ে রয়েছে যে আকাশ
সেখানে ও আলো আছে
আছে আঁধার।
সে আলো ঘুচাবে কি অন্ধকার
দেখাবে কি পথ দিশেহারার।


হতাশার কুয়াশায় ধরণী বাকরুদ্ধ
নাগপাশে বন্দী মহামারির
একি অতি নগরায়ন অতি
আধুনিকায়নের অভিশাপ।


রোগগ্রস্ত ক্রন্দনরত পৃথিবী
ফিরে যেতে চায় সবুজ কান্তারে
ফিরে যেতে চায় ধূসর  মৃত্তিকার
সরলতার।