অর্থের বলীতে প্রেম
কিছু নয় ভালোলাগা কিছু নয় আবেগ
সময়ের পুঁথিতে রোপিত যে মন তারই প্রবাহ মেশে
স্বার্থের টানে।
জীবন নদী যেন শুধুই যৌবন বেলা
খুশি মন সব আপন সবই খেলা
রঙিন এ পৃথিবী সাতরঙের মেলা
মায়ার মোহনজালে মধু ভৈরবী
ফুরালে ফুয়েল খেলা থেমে যায় ঘড়ি
আহা কি উষ্ণ আবেগ  মুখর ফুলকুড়ি
অলির আকর্ষণে শুধু হাতছানি।


ধূসর গোধূলিতে আভা অরণ্যের গান
হিমালয় দেখছি সুউচ্চ কি মহান
কুয়াশায় ঘেরা থাকে সুবিশাল ধাম
আটপৌরে বালিকার ধ্যানের ছবি
মিশেছে মিলন সুখে আত্নার সাধন।


স্বরলিপি সুর তুলে দিকে দিকে গান
কেউ তোলে ভজন ভোজন
কেউ মহাজন হৃদয় কুসুম বাগে
যে ফুল ফোটে তার বিকেল বিলাপ
কেউ নয় সুখী কভু বারোমাস
দুঃখকে ভুলিতে সদা সুখের আলাপ।


জীবন তবুও মেশে জীবনের জয়গানে
হারানো কিছু নাই যা ছিল সৃষ্টি
বিধাতার দান বিস্ময় বিতর্কের সব অবসান।
সুন্দর সুকোমল অনিত্য অন্তর
শুধুই আসে যায়  বিধির বিধান।