অঝোর ধারায় ঝরিছে শ্রাবণ
কুঞ্জে কুঞ্জে প্রশান্তির গান
রিমঝিম রিমঝিম।

চিত্ত গগনে নিত্য নীহারিকা
ছুটে চলে অসীম
সুবাস কুসুম বাসনা বিহগী
নিতি নৃত্যে  নাচে, নাচে ধিন- ধিন।


ভ্রান্ত অতীত ভুলে
স্বর্গ সুখে ভেসে যায় জমিন
নির্বাক নিসংঙ্গ রুগ্ন পৃথিবী
বিষন্ন বেদনায়  নীল।
সীমাহীন প্রান্তরে প্রলয় শিখা
জ্বলছে কেমন নিশিদিন......
শীতল তারার দেশে
জমেছে অনেক অনেক ভীড়।


মুক্তির মহাসংগ্রামে কত প্রাণ
নীরবে নিঃস্বার্থে করে গেল দান
তারই শোকে কত জন রবে বেঁচে
নির্জীব নিরহংকার।


কত আশা ভেংগে গেছে, যাবে কত
কত বারি ঝরে যাবে রাশিরাশি
এমন নীশিথে ......।
শ্রাবণের বুক জুড়ে ব্যাথাগুলো জড়ো হবে
মাটির প্রাণের সাথে মসৃণ ।


এক পৃথিবীর পৃষ্ঠা ভরে রোজই
ছাপা হয় কবিতা গল্প মৃত্যুর সংখ্যা
চোখের গভীরে নোনাজল জমে
অম্বরেও মেঘ জমে নীল ।


শূন্য মরুর অনন্ত তৃষ্ণায়
আর কত দেখাবে হিংসার তরবারি
দেখাবে বীরত্বের স্বর্ণদ্বীপ
এসো চলো ...চলো
শান্তি  চাই একটু শান্তি  চাই...... ...