অফুরন্ত ভালোবাসার সেসব দিন
অকৃত্রিম অবর্ননীয় অসীম
অকল্পনীয় ঢেউে দেহ পাঠে তরঙ্গময় যৌবন
সবুজ ঘ্রাণে মাতোয়ারা মন।


ছুটির দিনে নিরবতার নিবিড় মগ্নতায়
মন ছুটে ছলে শিকড়ের টানে মায়ার বাঁধনে
আত্মিক সম্পর্কে  রক্তের বন্ধনে
ভালোলাগার সময় কাটে সহস্র সুবাসে
আলোকময় ধরণী হাসে জলমগ্ন মধুমতীর বক্ষ যুগলে
গুবাগ সারির সংগী শশী নিশীথ আকাশে।
রাতের গভীরতা পেরোয় লক্ষ তারার আলোতে।


সম্পর্ক কাঁদায় সম্পর্ক আনন্দে ভাসায়
সময়ের মুহূর্তগুলো পার্থক্য বয়ে আনে
সুন্দর সুকোমল মুহূর্তগুলো
চিরদিন আনন্দ জাগ্রত করে
বিদায় বলে অসহনীয় দুঃখকে
কান যেমন মধুর কথা শ্রবনে অভ্যস্থ
জিহবা খেতে বা পান করতে।
হৃদয় সদা সুখ বা আনন্দকে।


চারুময় সকাল ভাসিয়ে নেয়
যাপিত জীবনের সময় চক্রকে
গোলকধাঁধাঁয় মঞ্চস্থ অভিনয়ের ক্ষেত্রে
আপন পর অনুভূতি অন্তরকে সহজ করে।

সহজ কথা যায় না বলা সহজে
জটিল হলে সহজ কর পান্থশালার পাঠশালে
জটিল কথা নেয়না মন সত্য সরল সুন্দর।
সত্য শুদ্ধ পবিত্র অতি
মিথ্যা মোড়কে ঢাকে।