এক সমুদ্র অভিমানে
ডুবিয়েছিলাম ছোট্ট  পুকুর
পাহাড় কেটে ঝরণাধারায়
ভরিয়েছিলাম মনের  দুপুর।
সলাজ মনে বুনেছিলাম স্বপন সোহাগী  অঙ্কুর
জোয়ারে ভেসেছিল  আশার ফাগুন গুনগুন।
  
নীল অম্বরে আলোর বানে
আঁধার  লুকায় মেঘের  সনে।
ফুল ফোটে পাখি নীড়ে
আলোর নাচন ফুরায় গোধূলি লগনে।
আঁধারের রূপ খুলে  শশীর পুলক বাড়ি
এত আলো তবু হারি অনন্ত আঁধারে।


জ্যোস্নাদীঘির অতল তলে জ্ঞানআলো যখন জ্বলে
তখন কেন ডুবে মরি অযুত প্রশ্নের ভীড়ে
আলোয়  জীবন গড়ি
সেই আলোতে নিখিল ভূবন আলোকিত করি।


আলোয় আলোয় ভূবন ভরা
আলোর মিছিল করি
এই হাতেই  আলোকধারায় শিশুর জীবন গড়ি
এই জীবনে আলোর রঙে মধুর চিন্তা গড়ি।


শুভ্রমনে শুভ্র চিন্তা মুখে মধুর হাসি
রাত নেই দিন নেই চিন্তা রাশি রাশি।
জ্ঞান আলোয় জীবনখানা উৎস্বর্গ করি।