ভালোবাসি  বসন্তের  দখিনা হাওয়া
পল্লবের গভীরে  সবুজের  আমৃত্যু চুম্বন
কলির সলাজ আঁখির মিষ্টি চাহনি।
নিমগ্ন হই মাটির মমতায়
যার কোলে বেড়ে  উঠে সবুজের জলতরঙ্গ
ফুটে উঠে সুবাসিত ফুলের হাসি,বিহঙ্গের বিচরণ
নীলাকাশের ছায়াতলে ভেসে উঠে
সুখ দুঃখের মায়াময় মধুর প্রতিচ্ছবি।


নীরব নদীর অমৃত ঢেউয়ের
আনন্দ কোলাহলে প্রতি দিন বেঁচে উঠি
খুঁজে পাই হৃদয়ের উষ্ণতা  
দেহজ অনুভূতির মেঘ বৃষ্টি ঝড় সামলে  
খুঁজে বেড়ায় এক অচেনা অদৃশ্য শস্য ক্ষেত
যেখানে  মায়াময় মোহনায় ভেসে উঠে ভালোবাসার
অপূর্ব শস্যমঞ্জুরী।


মধুর স্মৃতির রোমন্থন শুধু
এনে দেয় একগুচ্ছ মায়াময় কবিতার ঢেউ
কবিতার ঝর্ণায় বেজে উঠে কখনো হাসির খিলখিল শব্দ  কখনো কান্না ভেজা বিষাদের অশ্রু
কখনো প্রেমের প্রথম ভালোলাগার গল্প
কখনো হারিয়ে যাওয়ার শেষ সংলাপ।


জীবনের আছে  অনন্ত ভালোবাসা
স্রোতঃস্বিনী নদী এক যেথা আসে
জোয়ার ভাটা কখনো বন্যা
বন্ধ্যা নয় কেউ মনের আকাশে যার যেমন
জ্যোৎস্না।