সাঁঝের আকাশ ছিল বৃষ্টিময়
সরাবে মঙ্গল আরতির শুরুর বেলা
আজান আর শঙ্খের মুহুর্মুহু ধ্বনিতে
বয়ে এনেছে  নির্মল শুদ্ধতা।
হৃদয়ের খুলেছে দেরাজ মিলনের এসেছে বার্তা
এ মিলন আত্মার গভীরে সুগন্ধি ফুলে ফুলে ঢাকা
অনুভূতিময় কল্পনার একগুচ্ছ জ্যোতির ছুটে চলার ঈশারা।


ঈশ্বর আছে কি নেই?
কল্পনার ক্যমেরায় ছবি তুলে
মাথা নত করার সহজ পথ
অন্তদৃষ্টির অলখে হৃদয়ে হৃদয়ের সুপারম্যানের উপলব্ধির গভীরতায় অনুভব ।


নিজেকে জানা আর অন্ধকারে হারিয়ে যাওয়া
কিংবা অথৈ জলে ডুবে যাওয়া
অথবা ভয়ংকর আগুনের মধ্যে পড়ে যাওয়ার মধ্যে বিশেষ কোন পার্থক্য নেই আছে কি?  


একজন মানুষ কেন পৃথিবীতে এসেছে?
তার উদ্দেশ্য কি কত দিন বাঁচবে
এসব প্রশ্নের সঠিক উওর কি? জানা আছে কারো?
নারী পূরষের জন্ম কি শুধু সৃষ্টি রক্ষার জন্য
তবে মারামারি হানাহানি যুদ্ধ-বিগ্রহ কেন
কেনই বা মানুষ আত্মহত্যা করে?


বইয়ে লেখা মুখস্থ উত্তর অনেকেরই জানা
তবে সে উওরই কি শেষ না এর বাইরে ও কিছু আছে
যদি ভালোবাসি তবে ঘৃনা কেন তারে
আপন কেন আপন নয় পর কেন আপন হয়?


এক আকাশ প্রশ্ন করে
নিজেকে জানিনা তবুও মূঢ়
আমার আমিকে বড় অচেনা লাগে
কে তুমি আমার শরীরে আত্মা রূপে বহুরূপী
চাষের যোগ্য নয় এ ভূমি তবে কি আগাছা ঔষধি?