সম্পর্কগুলো স্বার্থে নয় অনুভূতিতে
ব্যাথাগুলো বোকামিতে নয় বিশ্বাস ভঙ্গে।
অনূভুতিহীন সম্পর্কগুলো  মৌসুমভিত্তক
তিতা মিঠা জলবায়ুর মতো।


রসাতলে পৃথিবী যখন তখন ও ভোর হবে
সূর্য উঠবে
কুরুক্ষেত্রের শেষ যুদ্ধের পরদিন
আকাশ বাতাসে কিসের কানাকানি ছিলো?
ক্ষুদ্র আমি বৃহৎকে ডরাই
ভালোবাসায় লিখি  ঘৃণার পৃষ্ঠাদ্বয়।


যা কিছু ভালো সেখানে কমল সরল মন
সেখানে জন্মে ফুলময় বৃক্ষ রঙিন ফুল
পাখিদের কাকলি সুরভিত বাতাস
সেখানে সৃষ্টির উল্লাস জয়ধ্বনির অনুরণন।


শরীর নয় মনের বাগানে করে চাষ
সেই জন উৎকৃষ্ট চাষী বারোমাস
সেখানেই পূজা সেখানেই নামাজ
সুন্দর সতত মূরতি সূখের আবাস।


পথের বাঁকে পথে হারালে
মনও কি হারায় মনে এক অম্ল মধুর
তেতোর রসায়ন।
শান্ত নয় সহজ নয় প্রশ্ন করে  সদাই
তৃপ্ত নয় অতৃপ্তের বসন গায়ে জড়ায়
ক্লান্ত পরিশ্রান্ত কোথাও শান্তি নাই।


কোথায় শান্তি পাই
কোথায় শান্তি পাই
রক্তমাংসের মানুষ আমি
এবার বৃক্ষ হতে চাই।
ফুটবো আমি ফুল হয়ে
ফল ধরবো শাখায়  ঝড় এলে
সামাল দেবো পল্লব শাখায়।
জটিল জগৎ ছিন্ন করে বৃক্ষ হতে চাই।
পাখি তখন গান শোনাবে শান্ত ছায়ায়
রইবো আমি চুপটি করে পবন হাওয়ায়
রঙ বেরঙের প্রজাতি উড়বে সেথায়।
পরীদের ও মেলা হবে চাঁদের জ্যোৎস্নায়।