যখন তুমি এলে স্বপ্ন ছড়িয়ে আমার মনে
তারার ফুল জোছনা ঢালে আকাশ গাঙে
আঁধার কাটে গগন মেঘের, সূর্য শাপলা হাসে।


ছোঁয়ায় শিহরণে  লজ্জাবতীর চমক
মুগ্ধ আঁখি সাঁঝের বেলায় নয়নতারার
কিচিরমিচির সুরের খেয়ায় গাইছে পাখি।
আপন পথ যাই যে ভুলি
রঙতুলিতে আঁকছি তব মনের ছবি।


মন হারিয়ে যায় মনের ফুল পাপিয়ায়
নুপুর পায়ে চরণ তলে ছন্দ দূলে যায়
বসন্ত বাতাসে খোলে দখিনা দুয়ার
চুল হাওয়ায় উড়ে যায় অন্য ভাবনায় ।


মুগ্ধ আমি তোমার প্রেমে
তব প্রেমের গভীরতায়
ডুবে মরি অচেনা ব্যাকুলতায়।
যখন হৃদয়ের অবগাহন একই হৃদ  যমুনায়
একই ধারায় একই ছন্দে তাকে বইতে দাও
উদ্যাম ঝর্ণার অসীম সীমায়।


শূণ্যতা দূরে ঠেলে মধুর স্বপন ভেলায়
ভাসতে দাও..... গভীর গহীন জলে
নোঙর হবে কিনা অন্য ঘাটে
কিছুটা সময় তাকে যেতে দাও
যেতে দাও।
যাযাবর মন ছুটেছে ছুটতে দাও......
সব প্রশ্ন জমা রাখো সিন্ধুকের গুহায়.......
ভাবনার জলতরঙ্গ....... নির্বাক নিশ্চিহ্ন মিশে থাকে নীলিমায়, দূর অরণ্যের গভীরতার.....