হীরের মুকুট পড়লে যেদিন আদর বেলায়
রবি তখন খিলখিলিয়ে
চাঁদের গায়ে জ্যোৎস্না ছড়ায়।
মন পাহাড়ের গায়ে তখন পরীর মেলা
উড়ে উড়ে লাল নীল স্বপ্ন ছড়ায়।


জ্যোৎস্না কিরন ভিজিয়ে দিল মনের ফাগুন
গাইছে পাখি গানে গানে পবন শুধু সুবাস আনে
ফুটিয়ে বনফুল, ঋতু রাজের নিমন্ত্রণে হৃদয় হরে
অতল তলে দখিনা হাওয়ায়।
হারিয়ে মম মনোবীণা চলে সুরের খেয়ায়
হৃদয় তটে বড় তিয়াশ নিভৃতে ভাবায়
নিবিড় যখন নইরে একা সঙ্গী তখন সকল সখা।


বাঁধনহারা দিশেহারা আঁধার কেটে যায়
ঋণী করে সহচরী শুধু এ খেলায়
গগন মাঝে হাজার তারা কেন লুকায়
এ অনন্ত অসীম অনুভব  কেবলি জাগে
নিয়তির মায়াময় নীরব ছায়ায়।


ভালোবাসায়  যদি বাঁচা
ব্যাথা কেন চারিধার?
কাঁটার আঘাত দিলে যদি
সৃষ্টি কেন সুন্দর?


মন কেন ভুলে যায় খুশির বাধঁন
বেছে নেয় কেন শুধু  অভিমান ডোর
সহে না অভিমান
সহে না হেলা
সহে না আঁধার
বলতে পারো কেহ।