যে চোখ দেখেনা
সে ও দৃষ্টিহীন
যে মন বোঝে না
সে তো হৃদয়হীন।


যে চোখ পড়েনি কাজল
সে চোখ কভু নয় মায়াহীন
নয়তো মায়াবী।
মনে মনে কত পথ যে হারায়
কত পথের হাতছানি
নিজের কাছে নয় কম দামী।


শুধু মধুরঙা ঠোঁটে নয়
কল্পনায় দেই কত সমুদ্র পারি
মেঘের কোল ঘেঁষে  যাই অচিনপুরি
ভেসে বেড়াই স্বপ্নপুরি।


কত যে ভালোবাসা
কত ছিল মধুর আশা
সবইতো  ভেঙে গেল
এলো করোনা মহামারী
আপন হলো পর
পরই হলো আপন
মৃত্যু শিখালো কেউ নয় আপন।


শ্বাস নিল কেড়ে যখন জীবন
পালালো আপন জন
বন্ধু বেশে যুবক
এসে  করলো সৎকার।

ভালোবাসা উবে গেল
এ কেমন ধরণী হলো
মায়া মাটি  হলো
অনাত্মীয় আত্মীয় হলো
কিসের এত হিংসা দ্বেষ
কিসের অহংকার দর্পচূর্ণ
করে করো পরোপকার।