আশা পুষে রাখি
হৃদয় আদর  ডালায়
ফুলে ফলে ভরে সেথা
স্নেহ কথায়।


হৃদয়টা মস্ত জমিন
সোনা ফলে নিত্য যেথা
গাহি গান ভালোবাসার
রূপকথার গল্প বলা।


হারিজিতি কত সেথা
নিক্তির পাঠশালায়
কত লেখাপড়া।


পাশ ফেল সার্টিফিকেট
পাওয়া না পাওয়া
গণ্ডমূর্খ নহে কেউ
নহে কোন অবিদ্যা।


পাষাণ মানুষ কত
বলে অশিক্ষিত
এ জগতে সবাই শেখে
নহে কেউ মুর্খ কোথাও।


পুঁথিগত না হোক
লিখিত না হোক
সার্টিফিকেট না থাকুক
তবুও জ্ঞান তার পূর্ণ ষোল আনা।


হৃদয়ের খাতা জুড়ে আলপনা
মানুষ চিনিল না তারে দুঃখ গাঁথা।
রোজ বেহিসাবি  রোজই গননা।