কোন এক বিকেল


দুঃখগুলো যখন উড়ে যায়
এক আকাশ হাসির আলোর মাঝে
তখন মনে হয় হে কল্পনা
ভালোবাসি এই  পৃথিবী
ভালোবাসি  শুধু  তোমায়।

বরফ জমা কথাগুলো বেরিয়ে পরে
ভালোবাসার উষ্ণ তাপমাত্রায়  
তোমাকে পেয়েছি  এক অচেনা বিশ্বাসে
ভালোবাসার কবিতায়।

যখন আমার হয়ে উঠো আমার আত্মায়
নিমগ্ন ভালোবাসা  তখন আমাকে ডুবিয়ে দেয়
অতল তলে, চেনা স্বর চেনা গল্প লুকিয়ে
তুমি হয়ে উঠো অনন্য  এক কাব্য।


তোমার অবয়ব আমায় নিয়ে যায়
ঠিকানা হীন  এক জলাভূমিতে
যেখানে সুরভি ভরা মোহময় দেশ এক
আমার স্বপ্নের বৃত্ত ছাড়িয়ে  উড়ে চলে
দূরন্ত  ঈগল ডানায়।


আমি ও তখন চারুময় তন্দ্রাঘোরে
দোপাটি ফুল হয়ে উঠি
স্পর্শের বাহুগুলো আগল খুলে  সাঁতার কাটে
মেঘময়  নিশির আকাশ।  
চেনা মুখ  অচেনার ভীড়ে ভীষণ হারায়
ভালোবাসার পংক্তিগুলো শিশির ভেজা জলে
শুধু কাঁদায়।


সব ভালোলাগাই ফুরায়
সব স্বপ্ন হারায় না ব্যাথায়
কিছু কথা বাকি থাকে সবসময়
কিছু নিরানন্দ আশা জাগায়।