বৃক্ষ ডালায় হাসে পূজার ও ফুল
সুন্দরী ললনার  তাতে যত ভুল
শাড়ির সাজে সরলা মধুর মুর্তি
ফুল তুলিতে তুলিতে ত্বরিত গতি।


পবন উড়িয়ে খোলে তার বুক
চলিতে চলিতে বৃদ্ধ দেখে উর্বশীর রূপ
ডানা নেই হাল্কা রোদে এলোমেলো চুল
নয়নের আলো ফেলো দেখে নাভীমূল।


গোলাপি আভায় কাঞ্চন নয়নাভিরাম
চোখের পলকে তৃষ্ণা হরায় অনন্ত বার
দ্যূতি খেলে ক্ষণপ্রভা দেহের অন্তঃপুরে
আকাশে নীল মেঘ যায় সরে সরে।


কুয়াশার আড়াল থেকে  শব্দ আসে কানে
হেঁটে আসে বহুজন তৃপ্ত মনে
চেয়ে থাকে সুনয়না আঁচল খানি উড়ে
সুন্দর হে সুন্দর সুন্দর তব অবয়ব
তৃপ্ত বহুজন তোমার ই কারন।


সরল সুন্দর সুশ্রী রূপ
তুমি ও ফুল এ সৃষ্টির
বৃক্ষ নয় কামিনী কাঞ্চন
নেশার নয়নে দেখা আজন্ম সুখ।