আশার কুন্ডলীতে
অবশিষ্ট ছিল কিছু অমৃত সুধা।
অজানা  ছিল মোহ
ছিল কিছু  ভালোবাসার দ্রাক্ষারস।

আলপথে  হেঁটেছিলাম
মনের সবুজ ছায়ায়
অচেনা পথিকবর ছিলাম বহুকাল
আজও অচেনা আমি
যা দেখি সব নুতন্‌  
পুরাতন পথ ঘাট
বৃক্ষে ও পাতা গজায় নতুন্‌
ফুল ফল দেয় মিষ্টি সুগন্ধ ছড়ায়।

ক্ষণিকের অতিথি ক্ষণিক দান দয়া
সম্মান জীবনের রেখা পথে
বৃত্ত এঁকে যায়।
কিছু অভিমান জমে পাহাড় পর্বত
হিমবাহ হয়
পৃথিবীর কক্ষপথের আমিও সংগী হই
ঘুরি মায়ার খেলায় ।


বাঁধনহারা কিছু  সাদা মেঘ পাহাড়
গড়ে  যায়
গড়ি আমিও মায়ার মালা  যা হয় শত রঙ
কখনো ছিন্ন হয় আলগা বাঁধন।
তবু্ও বেঁচে আছি
খরার পথ ধরে মরুপথে
কখনো বর্ষার  জলজ আদরে
কখনো রঙিন স্বপ্নে।