বাসনায় বসন রেখেছি পড়ায়ে
দূর থেকে  দেখি তারে
সে গেছে হারায়ে
স্বপ্ন ভাংগার ডাক শুনি
বিরহ ব্যাথায় অঝোরে  কাঁদি।


ছিলে যখন  এ প্রাণে
হৃদয় কুসুম অনুরাগে
রঙিন আলোক রাগে
দুবাহু জড়ায়ে সোহাগে
সিক্ত সজল আঁখি ভরে।


পূর্নিমা পরশে দোলা লাগে
বিকশিত প্রাণ পুষ্পরাগে
সুবাস ছড়ায় মিষ্টি আবেগে
কথার যাদুতে সুর সাধে
দোয়েল পাখির শিষ আসে।


মন হয়ে উঠে দেবালয়
মন্দির চুড়ায় শাখ বাজে
পুষ্পে পুষ্পে আরতি করে
ধ্যানের দেবতা আঁখি খোলে
সুগন্ধি চাদরে  মন ডোবে।


আত্মার আরতি আত্ম মিলনে
মন্দির গড়ে হৃদয় আকাশে
ভালোবাসার অঞ্জলি ভরে
চন্দনে হৃদয়কে  চর্চিত করে।


চোখে চোখে ভাষার আভাস
ধ্যানের ছবি হৃদয়ে আঁকে
আরতি করে উজার করে
প্রিয়জন প্রিয় দেবতারে
একই আত্মায় প্রকাশ বহু
একই আঁখিতে সবই দেখে।


সুললিত আকুল  কণ্ঠে
মায়ার বাঁধনে কে ডাকে
সৃজন করো কতো আদরে
সদাই ডাকি আপনার করে
হৃদয়ে হৃদয়ে বাস তোমারই
সবার তুমি এ জগতে।