ঠিকানা বিহীন


যখনই ঘরের মধ্যে চিন্তার জন্য আমি মগ্ন হয়ে যাই
হাঁটু গেড়ে কড়া নাড়ি কে কোথায় ব্যাপ্ত আছো ঘরের ভিতর
অনেক গুলো বিন্দু ভাসে অনেক গুলো বৃত্ত হয় তোমাদের ঘিরে ।
ফ্লাশব্যাকে দেবী মূর্তি বিজ্ঞাপনের মতো সামনে এগোয়
অবলীলাক্রমে আমি বিশাখা তোমার ঠোঁটে চুমু একে দিই
ভারতীর হাত ধরে টিলার পশ্চিমপাড়ে সূর্যাস্ত দেখি ।
হাজারীবাগের সেই অসামান্য জঙ্গলের প্রতিটি মুহূর্ত্ত
বুকের আঁচল খসে মর্মর শব্দ তুলে হাওয়া দিয়ে যায় ।
আশ্চর্য শিল্পমেলা তোমরা প্রত্যেকদিন প্রদর্শিত হও
তোমাদের ঘর নেই ঘরের দরজা নেই কিংবা ছিটকিনি ।
অদৃশ্য রাজপথে নিঃশব্দে হেঁটে যাও তোমরা কোথায়
হাঁটু গেড়ে কড়া নাড়ি তোমাদের জন্য মন পাগল উঁধাও
আমি ঠিক পৌঁছে যাবো কবিতার হাত ধরে ঠিকানা বিহীন ।