জন্তুরা তবু সুখে


বাড়ীর ছেলে বেড়ালটা সভ্য ভদ্র, সারাক্ষণ থাকে ভয়ে
কখন মস্তান হুলো বাঘ বিক্রমে এসে ঘাড়টা দেবে মটকে
মেনি বেড়াল দুটোর ভয় নেই তারা সম্রাজ্ঞীর মতো বসে
হুমদো হুলো বেজায় ভদ্র ,প্রেমিকের মতো থাকে  চেয়ে ৷


রাস্তাঘাটে সারমেয়দের দেখি একই বিচার ৷


আমাদের সভ্য সমাজ নিয়মটা নিয়েছে পাল্টে
বাচ্চা মেয়ে তার মা ,ঠাকুমা কেউ নিরাপদ নয় ;
দুপেয়ে হুলো বেড়াল গুলো কাউকেই ছাড়ছে না ;  
আইনের বেড়ার জাল নিয়ে খেলছে ছিনিমিনি ।


নারীকে আগলে রাখা পুরুষের আজন্ম নিয়ম
হোক না সে পরনারী না দিক সে প্রেম  ৷  
জবরদস্তী করার যুগ চলে গছে কবে ই
রাণী পদ্মিনী করে বিচারের জয়ধ্বনি ৷


পসকো নেই আইন নেই জন্তুরা তবু সুখে
থানা পুলিশ আইন তবুও ভয় আমাদের বুকে
সংস্কৃতির পীঠস্হান শহরে জংগল
আমরা বৃথাই গাই কৃষ্টির জয়গান ৷