দূরভিসন্ধি


তুমি থাকো টালীর বাড়ীতে ছোট্ট দুটো ঘরে
আমার তিনতালা বাড়ী
মার্বেল করা আট খানা ঘর ;
বাইরে নতুন ওয়েদারকোট ici পেইন্ট ।
বাড়ীটা আমি ভাঙতে চাইনা শধুশুধু
আমি তোমাকে দিয়ে দিতে চাই
বিনিময়ে শুধু তোমার ছোট্ট টালির বাড়ী ।
রাতারাতি তুমি পাল্টাতে পারো ভাগ্য
কিন্তু তার জন্যও চাই সহজ বুদ্ধি
উদারতা সামান্য মনের প্রসার ।
কারণ যে মুহূর্তে আমি এই প্রস্তাব তোমাকে দেবো
তুমি স্বাভাবিক কূটীল মন নিয়ে ভাবতে বসবে
আমার দূরভিসন্ধি ।
তোমার আর এই জীবনে ভাগ্য পাল্টানো হবে না ।
এ ভাবেই চলে কখনও রাজ্য রাজনীতি
এভাবেই চলে কখনও বিশ্ব অর্থনীতি ।