বঙ্গদেশের রঙ্গ ৷


মুহূ্রতে্ ধূলিস্যাৎ গগনচুম্বি মা্রকি্ন দুই বহুতল
আমেরিকা হতভম্ব পৃথিবীর শতকোটী মানব বিহ্বল ৷
ধূর্তনীতি নিয়ে প্রাগ্যময় বামেরা ভীষণ অস্থীর
কাশ্মীর পাকিস্থান আইসিস হিংসার কদর্য শরীর ৷


নক্ষত্রেরা মরে গেলে অসীম অন্ধকার অতল গহ্বর
ব্রহ্মান্ড সৃষ্টি নিষে পন্ডিতের বিতর্ক জীবন নশ্বর ।
বুদ্ধ যীশু মহাম্মদ এদের দেখানো পথে এখনো পৃথিবী
কিছু উগ্র বিধর্মির রক্তে বাজে ঘৃণা আর অন্ধ প্রতিশোধ৷


কলকাতা মায়াময় ওসামাকে ভালোবাসে প্রাণের গভীরে
বজ্রমুষ্ঠী শূন্যে তুলে ময়দানে প্রতিবাদ মিছিল মিটিং এ ।
আমেরিকা নিপাত যাক ,ভীষণ গর্জণ তোলে শূন্যকূম্ভ বাম  
ক্ষমতার অলিন্দে কূম্ভীরাশ্রু পাত করে  নেতৃ অবিরাম ।


বুদ্ধিজীবি হতবাক কার্য্য কারণ সম্পর্কে থাকে মশগুল
লজ্জা আর নাসরিণ মুখ ঢাকে পৃথিবীর গুপ্ত কোনায় ।
ত্রিশূল নাচিয়ে বঙ্গ বিক্ষুদ্ধ হয়ে ওঠে ক্ষমতার মাপ  
রাজনীতি মৌলবাদ ভোটের আসর নিয়ে বকছে প্রলাপ ৷


বিদ্র : ২০০১ সালে লেখা পরিমার্জণ ২৬/৪/২০১৮