চাঁদিপুরের সমুদ্র


চাঁদিপুরে শুয়ে আছে সমুদ্রের বিস্তীর্ণ সৈকত
রাতের পূর্ণিমায় মেলে আপনার বিবস্ত্র শরীর ;
পৃথিবীর সমস্ত শক্তি নিয়ে সিংহের গর্জণে আসে
সমুদ্রের ঢেউ
ভালবাসায় ঢেকে দেয় তোমাকে  নিবিড় আশ্লেষে ।
তোমার বিবশ মন হয় কী অস্হীর ?
নির্দিষ্ট ঘন্টা মেপে ভালবাসা জেগে ওঠে
মুহুর্মুহু আছড়ে পড়ে ,তোমার ও সম্মতি ;
পৃথিবীর আদিকাল থেকে এখনও যুবতী
রেখে যায় ভালবাসা তোমার পুরুষ্টু ওষ্ঠে ।
রাতের আড়ালে নয় অন্ধকার নির্জণে নয়
হাজার বছর ধরে হাজার মানুষের ভীড়ে
তোমার বুকের পরে করছে আস্ফালন ।


নিদ্রিত বেলাভূমি তুমি কি ঘুমিয়ে আছো
কানে কানে কত কথা কত ইতিহাস
লিখে গ্যাছে ,জেগেছে সভ্যতা
জেগেছে নতুন বেলাভূমি
লক্ষ কোটি বছরের সমুদ্র আশ্লেষ
কত আর নেবে তুমি ?