চার লাইনের এটম
#নিখিল রঞ্জন বিশ্বাস#


কিছু লিখতে গেলেই
কোন জমজমাটি উপন্যাসে
কিংবা নিদেনপক্ষে কোন
সহজ সরল গদ্য বইয়ে
ডুব মারতে ইচ্ছে জাগে ।


কিছু ভাবতে গেলেই
মাথার মধ্যে কোন চিন্তা
গর্ভজাত করতে গেলেই
অসহ্য এক যন্ত্রণাতে
সান্তনা পাই
বটতলার এক উপন্যাসে ।


প্রাত্যহিক এই জীবন নাটক
গদ্যময় এক গুদামঘরে
ধূলোয় মাটির কাদার নীচে
দমবন্ধে হচ্ছে আটক ।


কোন কিছু লিখতে গেলেই
কষ্টকর এক অভিজ্ঞতা
চার লাইনের এটম বোমা
হচ্ছে আমার পরিত্রাতা ।


৭/৯/৭৩