দেশের কাজ


পথ চলতে হবে যখন হেলাফেলা কেন
জমিতে চাষ করবে যদি ফেলতে হবে খাদ ৷
স্রোতের টানে যদি এগোও সামনে দেখে নাও
বসে থাকার সময় এ নয় মাটিটা কোপাও ৷


এক মিনিট ও নষ্ট না হয় প্রস্তুতির এই ধাপে
প্রত্যেক দিন প্রশ্ন কর নিজের এই সত্ত্বাকে
কতটুকুন এগিয়ে গেছি সুদীর্ঘ এই চলায়
উঠতে গিয়ে পা পিছলে না পড়ে যাই তলায় ৷


লক্ষ্য হবে এগিয়ে চলার ,উন্নতি সার্বিক
পরিবারের সঙ্গে বাড়ুক দেশ ও দশের সুখ ।
বড় হওয়ার মূল মন্ত্র দেশের সেবা করা
গন্ডী কেটে বদ্ধ হলে সার্থক নয় চলা ৷


কিশোর তুমি সাধনা আর প্রতিশ্রুতি নিয়ে
এগিয়ে চলো দাড়াঁও নিজে মহীরূহের মতো
কিন্তু তোমার চিন্তা হবে নশ্বর এই প্রাণ
দেশের কাজে বিলিয়ে হবে অমৃত সন্তান ৷