একা থাকি


বিবিক্ত নদীর সুরে একা পড়ে তীর ভূমি
তরঙ্গের পায়ে পায়ে শব্দোত্থিত যুক্তির মালা
কল্পনার দৃশ্যপট হতে তাকে প্রাণ দিতে পারি
যদি আমি একা থাকি
শব্দের মালা দিয়ে কবিতা সাজাই ।


বেদনা বা উচ্ছাস প্রাণের বৃক্ষ থেকে
অঙ্কুরিত হয়ে
বন্ধুদের কাছে যদি প্রস্ফুটিত হয়
সুরভিত ফুল কিংবা রসালো ফলের জন্ম
স্বপ্ন রয়ে যায় ।
হাজার ভীড়ের শব্দে সৃষ্টিকর্ম অধরাই থাকে ।
তাই এই উটের বোঝা একাএকা
শিল্পী হয়ে চিরদিন বয়ে যেতে হবে ।
ফুল ফল গানে গানে
কিছু কবিত্ব কিছু সৌন্দর্য
পৃথিবীকে দিয়ে যেতে হবে ।


রচনাকাল 15.3.1971