বিবর্তন বাদ
#নিখিলরঞ্জনবিশ্বাস #


বাঁদরের পরে পরে বিবর্তন বাদ শেষে মানুষের অবতার
মানুষের পরে অন্য মানুষ
এইসব মুখোশধারী মানুষ
এরা তোমাদের চিনতে পারে না
এরা উঠে গেছে অনেক উপর ।
তোমরা মুখ থুবড়ে পড়ে আছো নীচে  অনেক নীচে ।


নিতান্তই অপদার্থ বন্ধু তুমি জানি
তাই যদি না হবে ত ওদের নামাও
আর একবার প্রমান হোক বিবর্তনের ধারা ।


যা পাওনি এতদিন জমা আছে ব্যর্থতার কাঁধে
সবই বন্ধু তোমাদের অলস জড়তা
একে একে পূর্ণ কর কেড়ে নাও যোগ্যতার দ্বারা ।
যা পাওনি বলে গুমরিয়ে কেদেঁ ফেরো সমস্ত জীবন
সে পাওয়ার যোগ্য নও তোমরা অজ্ঞ
ভীরু প্রাণী শোষিতের দল ।
একা যদি না ই পারো
দলবদ্ধ হতে বাধা কিসের তোমার ।


২৩/৮/৭১