ব্যর্থ প্রয়াস


একা একা পথ চলি দু চাকার সাইকেল পিঠ পেতে দেয়
নিঃশব্দের অন্ধকারে চিন্তার ঝিনুকে রাখা মুক্তো রাশি রাশি
ডুব দিয়ে তুলে এনে সাজাবো অর্ঘ ডালি শব্দ গেঁথে গেথেঁ
তাই চলি নিরালায় যেখানে স্হিত দুধে পরে যাবে সর ।


অর্বাচীন কথা বলে কেটে গেছে যে সময় তাকে ভেবে ভেবে
বিশ্লেষণ ভাজেঁ ভাজেঁ একটি মুক্তোর মালা গাথাঁ হয়ে যাবে
সে আশায় একা থাকি একা দেখি কোলাকুলি আকাশ মাটিতে
ঘাসের গোপন প্রেম এ মাটির ভাজেঁ ভাজেঁ শুনি কানে কানে ।


অথচ এ শূন্যতার নিস্তব্ধ বেদনাতে  ক্ষয়ে ক্ষয়ে যাই
একটি নিটোল ভ্রমর কি করে রাখবো ধরে সোনার কৌটায়
কিছুতে হয়না সৃষ্টি অঙ্কুরে বিনষ্ট হয় সমস্ত প্রয়াস
এলোমেলো রত্নরাজি নিঃসীম একাকীত্বে কাচঁ হয়ে যায় ।


১৯৭২