হতাশায় শেষ
#নিখিলরঞ্জনবিশ্বাস #


তেলতেল সুন্দর কাগজ দেখলেও
যদি আমার প্রিয় কলম কথা  না বলে
গুটি গুটি পায়ে  আর  শব্দ  না আসে
ভয় হয় ;হয়তো আর ইচ্ছেমতো
কবিতার শরীরকে গড়া যাবে না ।


সারাদিন সারারাত শব্দ আর শরীর
রাজপথ উটকো গলি অন্ধকার ঘুরে ঘুরে
মেদমাংস রক্ত প্রাণ ছেনে নিয়ে হয়েছি অস্হির ।
রক্তের মধ্যে দামামা ,নারীর পিঠে সমুদ্র সৈকত ভাসে
প্রতিটি মুহূর্তে ডাকে ,করে মৃত্যু আহ্বান ।
হৃদপিন্ডে তেজী ঘোড়ার টগবগ উন্মত্ত প্রাণ ।
সহজলভ্য মদ ,নারী ও কুবেরের গুহার অন্ধকার  
কবিতাকে চিরতরে করেছি বিসর্জণ  
কবিতা তোমাকে হাতে পেয়ে ও তাই
আমি রয়েছি নির্বিকার ।
১৯৭২