গৃহস্হ বধূরা


জাহাজের দীর্ঘ যাত্রার মত এদের সমস্ত জীবন
রাস্তায় বেড়নো নেই
ঘরে বসে একঘেয়ে কাজকর্ম করতে করতে জীবন ফুরোয় ।
সকালে ঘুম ভাঙ্গলে জেগে ওঠে
এক ডজন খিদে নিয়ে সমস্ত সংসার
ট্যা ট্যা করে কেঁদে ওঠে নির্বোধ শিশু ।
অতএব উনুন ধরাতে হয় রান্না প্রয়োজন ।


এমনি করে সকাল কাটে,দুপুর কাটে
রাত্রিও কেটে যায় স্বপ্নের ঘোরে ।
খাওয়ার পর খাওয়ার আয়োজন
ঘুম ভেঙ্গে উঠলে পরবর্তী বিছানা ঠিক করে রাখা ।
টুং টাং চুড়ি বাজে হাতা খুন্তি নাড়ার শব্দ
মাঝে মাঝে বাচ্চাদের পড়া তৈরী করা
এর চেয়ে অন্য সুখ ঘর নিয়ে বসে থাকা
বৌদের জন্য আছে, ভাবা যায় না ।
স্বামীরা ব্রীজ খেলে হাওড়া দিয়ে ডালহৌসী যায়
চাইনীজ মোগলাই খায় চাং ওয়া ,অম্বরে ।
বাচ্চারা হৈচৈ করতে করতে স্কুলে যায়
আনন্দের প্রতিষ্ঠান সর্বত্র ছড়িয়ে ।
গৃহস্হ বধূরা শুধু ঘরেই ঘুরে বেড়ায়
নাবিকের মতো শুধু জলে সুখ খোঁজে ।